ঢাকাThursday , 24 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার শ্বশুরের এলাকায় সাকিব আল হাসান, বরণ করলেন শিল্পমন্ত্রী

TITUL ISLAM
January 24, 2019 4:16 pm
Link Copied!

এম লুৎফর রহমান, ষ্টাপ রিপোটার নরসিংদীঃ

প্রথমবারের মতো শ্বশুরের গ্রামের বাড়িতে গিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। (২৪ জানুয়ারি বৃহস্পতিবার) প্রথমবার শ্বশুরের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে তাকে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

প্রথমবার নরসিংদীর মনোহরদীতে শ্বশুর সরদার মমতাজ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে আসায় সাকিবকে সংবর্ধনা দেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রীর জামাতা মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, সাকিব আল -হাসানের স্ত্রী সরদার উম্মে রোমান আহমেদ শিশির, শ্বশুর সরদার মমতাজ উদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব আল -হাসান বলেন, ‘শ্বশুরবাড়িতে এসে খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। যাতে আমার এই পারফরমেন্স ধরে রাখতে পারি। আর এবারের বিশ্বকাপটা আমরা জয় করতে পারি।’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘আজকে মনোহরদী তথা নরসিংদীবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। সব জায়গায় বধূবরণ হয়, আর আমরা করছি জামাই বরণ। এর কারণ আমাদের এলাকার জামাই হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার জামাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিক হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ সুজন, নরসিংদী সহকারি পুলিশ সুপার (এসপি) থান্ডার খায়রুল হাসান প্রমুখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।