হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর হাকিমপুরে এমপি শিবলী সাদিককে আগামীকাল ২৫ জানুয়ারি সংবর্ধনা দেবে এলাকাবাসি। হাকিমপুর উপজেলা পরিষদে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাকিমপুরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে দিনাজপুর ৬ আসনের দ্বিতীয় বারের মত বিপুল ভোটে নির্বাচিত হওযায় এমপি শিবলী সাদিক কে সংবর্ধনা দেয়া হবে ।
এই অনুষ্ঠানকে ঘিরে হাকিমপুর উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ নেতারা জানান, শুক্রবার বৈকাল ৩ টা সময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা বেগবান করতে দলীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ওয়ার্ড, থানার আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান লিটন বলেন, হাকিমপুর গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী পাঁচ বছরে আরও উন্নয়ন হবে। সংসদ সদস্য সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।