ঢাকাTuesday , 22 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম-২ আসনের এমপির ফুলবাড়ীতে সর্বস্তরে মতবিনিময়

TITUL ISLAM
January 22, 2019 11:43 am
Link Copied!

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম-২ আসনের নব নির্বাচিত এমপি পনির উদ্দিন আহমেদ মঙ্গলবার(২২ জানুয়ারি ) সারাদিন ফুলবাড়ী উপজেলা ঘুরে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন। দুপৃর ১ টায় তিনি ফুলবাড়ী ডিগ্রী কলেজে শিক্ষক, শিক্ষার্থী, গভর্ণিং বডি ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা সদরের উপকন্ঠে প্রতিষ্ঠিত সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজটি জাতীয়করণ থেকে বাদ পড়ার কারণে এলাকার জনগণের অসন্তুষ্টির বিষয়টি উঠে আসে। কলেজটি কেন জাতীয়করণ হয়নি তা খতিয়ে দেখার পাশাপাশি কিভাবে বৃহৎ এই কলেজটি জাতীয়করণের আওতায় আনা যায় সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় কলেজ গভর্ণিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মইনুল হকসহ গভর্ণিং বডির সদস্য, শিক্ষকগণ, শিক্ষার্থী ও উপজেলা নেতৃবর্গ উপস্থিত ছিলেন। এরপর দুপুর দেড়টায় ফুলবাড়ী থানায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন। দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে। এসময় এমপি পনির উদ্দিন আহমেদ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, ইউএনও মাছুমা আরেফীন, ওসি খন্দকার ফুয়াদ রুহানী, কৃষি অফিসার মাহবুবুর রশিদ, মৎস্য অফিসার মাহমুদুন্নবী মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মেশকাতুল আবেদ, সমাজসেবা অফিসার আব্দুল মজিদ, শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী, প্রাণি সম্পদ অফিসার ডা: আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল প্রমূখ। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন পনির উদ্দিন আহমেদ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।