
পরের ধন
মোঃ আনোয়ার সরকার
কোকিল পাখি ডেকে কহে,
ওরে বোকা কাক;
কা… কা… করে দিবানিশি কেন পাড়িস ডাক?
কাকটি এবার মাথা তুলে,
বলে কোকিল ওরে-
ডিম পেড়েছিস আমার বাসায়,
শাস্তি দিবো তোরে!
চতুর কোকিল মাথা নেড়ে,
কহে ওরে বোকা;
তোর বাসাতে ডিম ফোটাবো,
দিয়ে তোরে ধোঁকা।
পরের ধনে পোদ্দারী আর,
পরের কড়ি দখল;
জেনে রাখিস শেষ বিচারে,
সইতে হবে ধকল।
এইনা বলে কাকটি যখন,
দিলো বনে উড়াল;
কোকিল পাখির ডিমগুলো সব
খেয়েই নিল গেছ বিড়াল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।