রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ॥
বাবার হাত ধরে রাজনৈতিক অঙ্গনে যার পথচলা তিনি সকলের পরিচিত মুখ নুরুজ্জামান আহমেদ। মাঠপর্যায় থেকে তৃণমূল পর্যায় আজকের সমাজ-কল্যাণ মন্ত্রালয়ের পূর্ণমন্ত্রী।
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য নুরুজ্জামান আহম্মেদ ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচিনে বিজয়ী হয়ে ২০১৫ সালের ১৪ জুলাই খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান।
লালমনিরহাটে সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি কে শুভেচ্ছা জানালো কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদ।
২০১৮ সালে নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নজরে আসেন তৃণমূল এ রাজনীতিবিদ। ফলশ্রুিততে তাকে সমাজকল্যণ মন্ত্রনালয়ের পূর্নমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি (১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি) পর্যন্ত ৭ দিনের সফরে প্রথমবার নিজ জেলা লালমনিরহাট সফরে এসেছেন।
মন্ত্রীর সফর উপলক্ষে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে সুসজ্জিত তোরণ নির্মাণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে দলীয় ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
আজ ১৬ জানুয়ারী ( বুধবার) রাত ১০.৩০ মিনিটে কালীগঞ্জে সমাজকল্যান মন্ত্রীর নিজ বাসভবনে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছে উপজেলা বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ।
অপর দিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক বাবু বিজয় কুমার রায় দীর্ঘদিন অসুস্থ থাকায় তাঁহার শারীরিক খোঁজ খবর নিতে সৌজন্য স্বাক্ষাৎ করেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ কালীগঞ্জ উপজেলার সুযোগ্য চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুজ্জামান আহমেদ এর নিজ বাস ভবনেও সংগঠনের পক্ষ থেকে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।
এ সময় মাহবুবুজ্জামান আহমেদ সংগঠনের বিভিন্ন খোঁজ খবর নেন। এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় ভুমিকা পালনের আহবান জানান।
বঙ্গবন্ধু পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি কমল কৃষ্ন সরকার, সাধারন সম্পাদক সাঃ ছাত্রনেতা নুর আলমগীর অনু, যুগ্ন সাধারন সম্পাদক বাবু তপন কুমার রায়, লেবু খাঁ, সিমান্ত, ইউনুস আলী প্রমুখ।
এবারের মন্ত্রীসভায় দেশের অনেক হেভিওয়েট নেতার ভাগ্যে মন্ত্রিত্ব না জোটলেও বাদ যাননি নুরুজ্জামান আহমেদ। তাই নুরুজ্জামান আহম্মেদ অনেকটাই ভাগ্যবান এমনটিই ভাবছেন এলাকাবাসী। তার এ সাফল্যে গর্বিত কর্মী- সমর্থকসহ ও সকলেই।
তৃণমূল রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে আসা এই নেতাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া এ বারের মন্ত্রীসভায় অন্যতম চমক।