সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:৫৯ পূর্বাহ্ন
মোঃ আনোয়ার সরকারঃ
নবান্নতে ভাসুক সবাই,
রাধুক পিঠা- পায়েস;
দাদু- দাদী নাতির সাথে
খাকনা করে আয়েস।
শীতের আমেজ কাটুক সবার,
শাল মুড়িয়ে গায়ে;
পথশিশুরেও জড়িয়ে দিও,
হাসুক আমেজ পেয়ে।
পাগলিরা সব হয় যে শিকার,
রাত্র হলে ঘন;
পথশিশুরা জন্মিলে আর,
খোজ রাখে না কোন!
আয় না সবাই পণ করি আজ,
সমাজটারে সাজাই;
পথশিশুরে কাছে টেনে,
বুকটা তাদের ভরাই।
Leave a Reply