মোঃ আনোয়ার সরকারঃ
নবান্নতে ভাসুক সবাই,
রাধুক পিঠা- পায়েস;
দাদু- দাদী নাতির সাথে
খাকনা করে আয়েস।
শীতের আমেজ কাটুক সবার,
শাল মুড়িয়ে গায়ে;
পথশিশুরেও জড়িয়ে দিও,
হাসুক আমেজ পেয়ে।
পাগলিরা সব হয় যে শিকার,
রাত্র হলে ঘন;
পথশিশুরা জন্মিলে আর,
খোজ রাখে না কোন!
আয় না সবাই পণ করি আজ,
সমাজটারে সাজাই;
পথশিশুরে কাছে টেনে,
বুকটা তাদের ভরাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।