ঢাকাSunday , 13 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

ডিম বিক্রয় করে চলে শিশু জেমসের জিবন 

TITUL ISLAM
January 13, 2019 9:54 am
Link Copied!

লুৎফর রহমান, হিলি দিনাজপুর প্রতিনিধি
যে বয়সে স্কুলে সহপাটিদের সাথে ছোটাছুটি করার কথা,যে বয়সে পড়াশুনোর ইচ্ছা থাকলেও পেটের তাড়নায় ঘুরছে শিশু ফেরিয়ালা জেমস। পিঠে বইয়ের ব্যাগ নয় গলায় ঝুলছে ডিমের ডালা ।
দিনাজপুরের হিলি হাকিমপুর পৌর শহরের অলিগলিতে হেঁটে হেঁটে ডিম বিক্রি করছে শিশু জেমস। হতভাগ্য শিশুটি পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়। তাই ঠিকমত বাবার নাম বলতে পারে না সে। মা মানুষের বাড়িতে কাজ করেন। বাবা আর একটা বিয়ে করে আর খবর নেয় না। ডিম বিক্রিতে জেমসের প্রতিদিন আয় হয় ৬০-৭০ টাকা। মায়ের কাজের আর জেমসের আয় দিয়ে চলে তাদের সংসার। জেমস নিদ্রিষ্ট কিছু খরিদদার আছেন, যারা প্রতিদিন কিনে খায়।
হিলি গোডাউন মোড়ের পান দোকানদার রেজাউল করিম জানান, জেমস গলায় ভারি ডিমের ডালা ঝুলিয়ে চলতে দেখে কষ্ট হয়। প্রতিদিন তাকে এই রাস্তায় ফেরি করে ডিম বিক্রি করতে দেখি। সমাজের বিত্তবানেরা যদি জেমসের পড়াশোনার দায়িত্ব নিতো তাহলে হয়তো সে অন্যদের মতো পিঠে বাইয়ের ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে পারতো।
জেমস মা জাহানারা বেগম হাকিমপুর পৌরসভার মধ্যবাসুদেব কালি গঞ্জে গ্রামে বসাবস করেন। জেমসের মা বলেন, জেমস মেধাবী ছেলে কি করার আছে পেটে খিদা তাই করে খেতে হবেতো। কিন্তু অভাবের কারনে স্কুলে পড়াশোনার করার ইচ্ছা থাকলে তা পূরণ হচ্ছে না। ছেলেটি উপরে সংসারটি চলে। বাধ্য হয়ে এই বয়সে ডিমের ডালা গলায় নিতে হয়েছে তাকে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।