ঢাকাWednesday , 29 June 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

TITUL ISLAM
June 29, 2022 2:52 pm
Link Copied!

কুড়িগ্রাম জেলায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ২০০ শত পরিবারের মাঝে, যুব ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ সম্পূর্ণ হয়েছে,

কর্মসূচি বিষয়ে অভিমত ব্যক্ত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব মিয়া হারুন বলেন দেশে যখন মহা বন্যা বয়ে যাচ্ছে এই মুহূর্তে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মজনু মিয়া নির্দেশ দেন কুড়িগ্রাম বন্যা কবলিত মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এর পরপরেই আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করি, এই মহৎ কাজে যেসকল মানুষ আমাদের সংগঠনের সার্বিক কাজে পাশে ছিলেন, এবং বিশেষ করে কালীগঞ্জ উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সংগঠনকে অর্থ ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

যেসকল স্বেচ্ছাসেবী ভাই বোন ও বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষকদের পরিশ্রমের ফলে এতো সুন্দর একটি কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ, এবং আগামীতে দেশের যে কোন দুর্যোগে এভাবেই সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব মিয়া হারুন।

এদিকে কুড়িগ্রাম জেলার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে জানা যায় তারা দীর্ঘদিন ধরে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে, এই অবস্থায় যুব ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের কার্যক্রম দেখে উনারা অনেক আনন্দিত হয়েছে বলে জানান একজন বৃদ্ধ, বিতরণ কার্যক্রম শেষে সংগঠনটির সহ-সভাপতি এম এ সাঈদ বলেন আমরা এরকম ভালো কাজের মাধ্যমে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই, এসময় কুড়িগ্রাম জেলার বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেন, এবং সংগঠনের সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া চান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।