ঢাকাTuesday , 28 June 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নেই কোনো প্রকার অভিযান, বেড়েই  চলছে বালু উত্তোলন

TITUL ISLAM
June 28, 2022 3:37 pm
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত না হওয়ার কারনে পুরো উপজেলা জুড়ে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব।

২৮ শে জুন ( মঙ্গলবার) উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘূরে এমন চিত্র ফুটে উঠেছে। উপজেলার ২নং মদাতি ইউনিয়নে দীর্ঘদিন ধরে রথের ডাঙ্গা এলাকায় নুরল হকের ছেলে বালু ব্যবসায়ী শাহ আলম বাড়ির পাশে একটি নালা হতে, চন্দ্রপুর ইউনিয়নের বোতলা এলাকায় আজিজার, শিমুলতলা এলাকায় অজ্ঞাত নামা একজন, বালাপাড়া এলাকায় জাফর নামে একজন।

কাকিনা এলাকায় উত্তরবাংলা কলেজের পিছনে, কাকিনার মহিশামুড়ি এলাকার চারমাথা এলাকা সহ বেশ কটি এলাকায় ও ইউনিয়নে অবাধে প্রকাশ্য দিবালোকে অবৈধ ড্রেজার বা বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলেও এসকল বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা না নেয়ায় দিনের পর দিন বালু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে। উপজেলায় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার।

স্থানীয়দের অভিযোগ এ সকল বালু ব্যবসায়ীদের খুঁটির জোর আসলে কোথায়। তারা আরো জানান এ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি যোগদানের পর হতে এ উপজেলায় এদের বিরুদ্ধে কোন ভ্রাম্যমান পরিচালনা না করায় এ সকল অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় বেড়েছে বাল্য বিবাহ ও মাদক সেবীদের তৎপরতা।

স্থানীয় লোকজনের মতে, ইতিপূর্বে বদলিকৃত উপজেলা নিবার্হী কমর্কতা রবিউল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন দায়িত্ব পালন কালে এ উপজেলায় বাল্য বিবাহ, মাদক, বাজার মনিটরিং ও অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান মোবাইল কোট পরিচালনা করায় এ উপজেলার এ সকল অপরাধ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান ছনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন ভ্রাম্যমান মোবাইল কোট পরিচালনা করা হয়নি। আমরা অভিযোগ পেলে এদের বিরুদ্ধে রেগুলার মামলা দায়েরের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।