ঢাকাSaturday , 23 April 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া : রুশ কমান্ডার

TITUL ISLAM
April 23, 2022 7:46 pm
Link Copied!

রাশিয়ার জ্যেষ্ঠ একজন কমান্ডার বলেছেন, দক্ষিণ ইউক্রেনের পাশাপাশি পূর্ব দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য রয়েছে রাশিয়ার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্রিমিয়াতে একটি স্থলসেতু তৈরি করার অনুমতিও দেবে মস্কো।

তিনি আরো বলেছেন, এই সেতু তৈরির ফলে মলদোভার রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে মস্কোর প্রবেশে সুবিধা হবে। ট্রান্সনিস্ট্রিয়া হলো ইউক্রেনের সীমান্তবর্তী ছোট অঞ্চল।

মেজর জেনারেল মিনেকায়েভের মন্তব্য, ক্রেমলিন থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কি না, তা স্পষ্ট নয়। তবে ইন্টারফ্যাক্স এবং তাস নিউজ এজেন্সিসহ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমেও তাকে ব্যাপকভাবে উদ্ধৃত করে খবর প্রচার করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বিবিসির স্টিভ রোজেনবার্গকে বলেছেন, তারা জেনারেল রুস্তমের মন্তব্যের সত্যতা যাচাই করে দেখছেন। তাঁর কথাগুলো সঠিক হলে আগামী সপ্তাহগুলোতে রাশিয়ার সম্ভাব্য পরিকল্পনাগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়া আগামী দিনগুলোতে পূর্ব ইউক্রেনে এবং দক্ষিণাঞ্চলে আক্রমণ জোরদার করতে পারে। তিনি আরো বলেছেন, সামনের দুই সপ্তাহ যুদ্ধের ফল নির্ধারণ করে দিতে পারে।

মলদোভা রুশ জেনারেলের এই মন্তব্যের জন্য মস্কোর রাষ্ট্রদূতকে তলব করেছে। মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ জেনারেলের মন্তব্যকে ‘গভীর উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে।
সূত্র : বিবিসি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।