ঢাকাFriday , 22 October 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিগ্রস্থ ৫০ হাজার মানুষের জন্য পাকা বাড়ি নির্মান করা হবে- ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান 

TITUL ISLAM
October 22, 2021 11:42 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদের জন্য
৫০ হাজার পাকা বাড়ি নির্মান করা হবে- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে কালিগঞ্জ উপজেলার কাকিনা রুদ্রেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের ১৫ শ’ বন্যা কবলিত মানুষকে ত্রান বিতারণ কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ মতে আমি এসেছি বলে জানান।

কালীগঞ্জ উপজেলায় ৩০ মেট্রিক টন চাল ও ৩ শ’বস্তা ১৪.৫০ কেজি ওজনের শুকনা খাদ্য যার মধ্যে রয়েছে চাল,ডাল,তেল, চিনি, পিয়াজ মরিচ,হলুদ, ধনে গুড়া বিতারণ করেন।।

তিনি আরো বলেন, বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদের জন্য পাকা বাড়ি নির্মান করে দেয়া হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার পাকা বাড়ি করে দেয়া হবে।

আপনারা বিচলিত হবেন না। প্রধানমন্ত্রী তিস্তা নদীকে ঘিরে ডেল্টা প্লান হাতে নিয়েছেন। এছাড়াও জাইকার আর্থায়নে ৪৭ বিলিয়ন ডলার ব্যয়ে তিস্তার বহুমিখী পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এ প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পারের মানুষ আর ভাঙ্গনের মুখে পড়বেনা

লালমনোরহাট-২ আসনের সংসদ সদস্য বলেন,প্রতি বছর জেলার ৫টি উপজেলায় তিস্তার ভাঙ্গন দেখা দেয়। পাশাপাশি বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বলেন, হঠাৎ করে তিস্তার পানিতে লালমনিরহাটের ৫টি উপজেলার রাস্তাঘাট, বাড়িঘর, আধাঁপাকা ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।বিশেষ করে শৈলমারি,জামিরবাড়ি, চরবৈরাতী, মহিষামুড়ি,রুদ্রূশ্বর,কালমাটি,গোবরধন, মহিষখোচা এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি ক্ষতিগ্রস্থদের পর্যাপ্ত সাহায্য প্রদানে ত্রাণ প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষন করেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বন্যার কারণে যে সব রাস্তা ভেঙ্গে গেছে সেগুলো জরুরী মেরামত ও ব্রিজ কালভাট ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দ্রূত সময়ে নির্মানে দাবিও জানান।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মহসিন,
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক , আব্দুল মতিন,লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন,
শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখা। মনিরুজ্জামান কাঞ্চন,শহিদুল হক শহিদ প্রমূখ। এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।