ঢাকাTuesday , 17 August 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে রাস্তা গাছ কাটলো চেয়ারম্যান ঃ প্রতিবাদে মানববন্ধন

TITUL ISLAM
August 17, 2021 10:01 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নে বিভিন্ন রাস্তার দেড় শতাধিক সরকারী গাছ অবৈধ ভাবে কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। মানববন্ধনে অংশগ্রহন নেয়া লোকজনের অভিযোগ,

ওই গাছ কাটার সাথে বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জড়িত। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় থানাসহ জেলা ও উপজেলা প্রশাসনের নিকট একাধিক লিখিত অভিযোগ করলেও প্রশাসন রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা গ্রহন করছে না। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে ‘সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে এ মানববন্ধনে ওই দুই ইউনিয়নের শতাধিক নারী ও পুরষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহন কারীরা জানান, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ওই দুই ইউনিয়নের দেড় শতাধিক বিভিন্ন প্রজাতের সরকারী গাছ অবৈধ ভাবে কেটে বিক্রি করেছে। এ ঘটনার প্রতিবাদ করা হলে চেয়ারম্যান ও তার লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। অবৈধ গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় থানাসহ জেলা ও উপজেলা প্রশাসনের নিকট একাধিক লিখিত অভিযোগ করা হয়। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও প্রশাসন রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা গ্রহন করছে না।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।