ঢাকাWednesday , 11 August 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সেই ছাত্রলীগ নেতার একদিনে রিমান্ড মঞ্জুর

TITUL ISLAM
August 11, 2021 1:44 pm
Link Copied!

লালমিনরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা রশিদুল ইসলাম(২৬) এর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১আগস্ট) বিকেলে অতিরিক্ত চীফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের আদালতে ভারচুয়ালী শুনানী শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (৯ আগস্ট) ভোরে উপজেলার দোলাপাড়া গ্রামে সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট সিআইডি পুলিশ উপ-পরিদর্শক জায়েদ হাসান জাহিদ অতিরিক্ত চীফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীর সাতদিনের রিমান্ড আবেদন করেন।

গ্রেফতার রশিদুল ইসলাম দোলাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বড়খাতা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ জানায়, ২৯ নভেম্বর দোলাপাড়া গ্রামের আব্দুর রহমানের পাঁচ বিঘা জমি নিজের দাবি করে দখল নেয়ার চেষ্টা করে একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলী। এ সময় উভয়পক্ষের সংঘর্ষ বাধে। আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেন সংঘর্ষ থামাতে গেলে তাকে বেধড়ক মারধর করে তোয়াব আলীর লোকজন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত শামিম হোসেনের বোন মোছা. আশিকা আফরোজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার প্রধান আসামি তোয়াব আলীকে (৩৮) গ্রেফতার করে। বাকিরা পলাতক থাকায় পরবর্তীতে মামলাটি লালমনিরহাট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমনিহাট কোট পুলিশের সি এস আই মুসা আলম জানান, চীফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।