ঢাকাSunday , 7 June 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে ভেজাল ধান বীজ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

TITUL ISLAM
June 7, 2020 7:21 pm
Link Copied!

লালমনিরহাট আদিতমারী সংবাদদাতা।।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন জায়গায় অনুমোদনবিহীন মেয়াদউত্তীর্ন ও ভারতীয় ভেজাল ধান বীজ বিক্রি হচ্ছে দীর্ঘদিন যাবত। এমন খবর পেয়ে অভিযানে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনকে সাথে নিয়ে মাঠে নামেন কৃষি বিভাগের লোকজন । অভিযানের প্রথম দিনেই ভেজাল ও মেয়াদোত্তীর্ন ধান বীজ বিক্রির দায়ে উপজেলার বিভিন্ন দোকান থেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলার বাজারগুলোতে অসাধু কিছু ব্যবসায়ী মেয়াদউত্তীর্ন এবং ভেজাল ধানের বীজ বিক্রি করে কৃষকদের সাথে প্রতারনা করে আসছেন। উপজেলা কৃষিবিভাগের পক্ষ থেকে ব্যবসায়ীদের একাধিকবার সতর্ক করা হলেও তারা এসব ভেজাল এবং মেয়াদউত্তীর্ন বীজ বিক্রি থেকে বিরত থাকেননি। তারা কষকদের সাথে প্রতারণা করে লাভবান হচ্ছেন।

অবশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনসুর উদ্দিন থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার সাপ্টীবাড়ী বাজার,দেবীর পাট ও ভেলাবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ৫টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।। এসময় বেশ কিছু মেয়াদউত্তীর্ন ধান বীজ জব্দ করা হয়। পরে এসব ধান বীজ বাজারজাত না করে বাজেয়াপ্ত করতে নির্দেশ প্রদান করা হয়। এ দিকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় সাধারন জনগনকে জরিমানা করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, কৃষকদের সাথে প্রতারনা করে কোন ব্যবসায়ী লাভবান হবেন এটা মেনে নেয়া যায় না। এধরণের ভেজালবিরোধী অভিযান দিনেও অব্যাহত থাকবেন বলে তিনি দাবী করেন ।

ভেজালবিরোধী অভিযানের সময় আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনূর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এম এম জামান শাহিন উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।