ঢাকাMonday , 18 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে করোনায় বেড়েছে চুরি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজাকেটে ৯টি ল্যাপটপ চুরি

TITUL ISLAM
May 18, 2020 10:18 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার হ্যসবলের রডকেটে ৯টি ল্যাপটপ চুরি হয়েছে।

রবিবার(১৭ মে) গভীর রাতে উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ে চুরির এ ঘটনাটি ঘটে।

জানাগেছে, রবিবার গভীর রাতে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের দরজার হ্যসবলের রডকেটে ১৭টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ চুরি হয়েছে। বিদ্যালয়ের নাইটগার্ড নুরুজ্জামান আহমেদ রাত ২টার দিকে সেহরি খাওয়ার জন্য বাড়িতে চলে যান। বাড়ি থেকে এসে স্কুল কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনাটি দেখে প্রধান শিক্ষকে ফোনে অবহিত করেন।

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, সকালে নাইটগার্ডের ফোন পেয়ে স্কুলে এসে ঘটনাটি দেখে পরিচালনা কমিটির সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।

পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান
বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে এসে ঘটনাটি দেখে প্রধান শিক্ষককে মামলার প্রস্তুতি নিতে বলা হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।