ঢাকাThursday , 7 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে একই পরিবারের ৫ জন ও নার্সসহ ৯ জনের করোনা শনাক্ত

TITUL ISLAM
May 7, 2020 2:32 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

আদিতমারীতে আরো ৮ জন এবং হাতীবান্ধায় ১ জনসহ ৯ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান (কল্লোল) বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ লালমনিরহাটঅনলাইন নিউজ  কে বলেন, এর আগে গাজীপুর থেকে ফেরত আসা করোনা পজিটিভ (১৮) এর সংস্পর্শে আসা পরিবারের ৫ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের ৫ সদস্যের মধ্যে আছেন তার বোন (১৪), ভাই (১৬), স্ত্রী (১৮), দাদী (৬৫) এবং বাবা (৪৩) আক্রান্ত হয়েছেন। তাদের সবার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের (শখের বাজার) এলাকায়।

তবে ওই বাড়ির প্রথম করোনা আক্রান্ত (১৮) ব্যক্তি ১৮ এপ্রিল রাত থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলশেনে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি সুস্থ্য হবার পথে। বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানান  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এছাড়াও আক্রান্তের তালিকায় আছেন ওই রোগীর সংস্পর্শে আসা আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ষ্টাফ নার্স (৪৬), হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী (৩০)। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন সম্প্রতি নারায়ণগঞ্জ ফেরত (২৬) বয়সী আরেকজন।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মনসুর উদ্দিন বলেন,  হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্তদের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। তারা যেভাবে চাইবে উপজেলা প্রশাসন সেভাবে তাদেরকে সহায়তা করতে প্রস্তুত আছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।