ঢাকাSaturday , 2 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা

TITUL ISLAM
May 2, 2020 9:19 am
Link Copied!

টিটুল ইসলাম।।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের দেওয়া কর্মসূচিতে গাইবান্ধা জেলায় আজ ( ২ মে) প্রথম ধাপে জেলার গাইবান্ধা সদর উপজেলায় কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের উপস্থিতিতে চাল,ডাল, তেল আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সহ সভাপতি ও অতিরিক্ত সচিব (অব:) মো. কফিল উদ্দিন, জেলার পুলিশ সুপার প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সমিতির সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. সোহানুর রহমান উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল আইয়ের চীফ ক্রাইম রিপোর্টার এনামুল কবীর রুপম জেলায় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ঢাকা থেকে সমন্বয় করছেন।

পরবর্তীতে গাইবান্ধার আর‌ও দুইটি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও জরুরি সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে রংপুর বিভাগের বাসিন্দা যারা ঢাকায় কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাদের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এখন নিজেদের এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গত ৮ এপ্রিল ঢাকার হাজারীবাগ এলাকার লেদার টেকনোলজি ইনস্টিটিউটের মাঠে কর্মহীন পরিবারের মাঝে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সমিতিটি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।