ঢাকাTuesday , 23 July 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শৌলমারীর চরে স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষিসহ সরকারি ৫ দপ্তরের সমন্বিত কার্যক্রম

TITUL ISLAM
July 23, 2019 4:49 pm
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে বন্যার্তদের সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও কৃষি অফিসের সমন্বিত কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত চলা এ কার্যক্রমে ৪৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ছাড়াও খাবার স্যালাইন ১০০০ প্যাকেট ও ৫০০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া জনস্বাস্থ্য বিভাগ ৩০০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৩০০ প্যাকেট ব্লিচিং পাউডার বিতরণ করেছে।

প্রাণিসম্পদ দপ্তরের পক্ষে ৫০০ গবাদি পশুকে টিকাপ্রদান, ৪০০ গরু-ছাগল ও ৭০০ হাঁস-মুরগির জন্য কৃমিনাশক ওষুধ, ২০০ কেজি দানাদার গো-খাদ্য ও ঘাস বিতরণ করা হয়।

বন্যার সময় গবাদি পশুর জন্য করণীয় নির্দেশনা সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয়েছে। যেসব কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে, তাদের পার্শ্ববর্তী এলাকা থেকে বীজ সংগ্রহ ও দ্রুত বীজতলা করে চাষাবাদ করার পরামর্শ প্রদান করে উপজেলা কৃষি দপ্তর।

মঙ্গলবার সোয়া ছয় ঘণ্টা ব্যাপী চলা এ কার্যক্রমে কালীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ ছাড়াও অংশ নেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সহকারী পরিচালক ডা. মো. আব্দুল মজিদ, রংপুরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক (পশু উৎপাদন) মো. ওয়ালিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম ও ভেটেরিনারি সার্জন মো. ফেরদৌসুর রহমান।

স্বাস্থ্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির গণি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হোসেন খান ও মেডিকেল অফিসার ডা. হাসান ফারুক ভূঁইয়া।

কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসের নলকূপ মেকানিক শারমীন আক্তার ও পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবার কল্যাণ সহকারী সুমি বেগমও সমন্বিত কার্যক্রমে অংশ নেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।