ঢাকাTuesday , 12 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস পুর্ণবহাল ও জাতীয় করনের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

TITUL ISLAM
March 12, 2019 5:19 pm
Link Copied!

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী পুর্ণবহাল ও জাতীয় করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলা চত্ত্বরে প্রায় ২ হাজার ন্যাশনাল সার্ভিসকর্মী একত্রিত হয়ে মানব বন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিসের উপজেলা আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, সদস্য মো: শহিদুর রহমান, মো: দুলাল হোসেন, মো: ফজলুল হক, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, প্রমুখ।

বক্তারা বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বন্ধ হওয়ার পর রৌমারী উপজেলার ২ হাজার ৩শ যুবক-যুবতী বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে পুণরায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী চালু করে সকলকর্মীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন বক্তারা।

পরে ন্যাশনাল সার্ভিসকর্মীদের চাকুরী পুর্ণবহালের জন্য রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্ল্যেখ্য, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দুরীকরনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় ২০১০ সালে ২বছর মেয়াদী ন্যাশনাল সার্ভিস চালু করেন।

সে অনুযায়ী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২হাজার ৩শ’ বেকার যুবগ-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হয়। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় বেকার যুবগ-যুবতীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী ভিত্তিতে চাকুরী করেন। ২বছর মেয়াদ শেষ হওয়ার পর আবারো তারা বেকার হয়ে অসহায় জীবন যাপন করছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।