ঢাকাThursday , 7 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আজ রংপুর বইমেলার উদ্বোধন

TITUL ISLAM
March 7, 2019 12:07 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুর অঞ্চলের তরুণ প্রজন্মকে বইমুখী ও লেখকদের সাহিত্য চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ৪র্থ বারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কাল থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী রংপুর বইমেলা ২০১৯।

রংপুর টাউনহল চত্বরের সাহিত্যমঞ্চ ও গণগ্রন্থাগারের মাঠে ৭ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ বইমেলা। আগামীকাল বিকেল ৩ টায় বইমেলার উদ্বোধন করবেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও শিখা সংসদ রংপুরের সভাপতি বিপ্লব প্রসাদ।
এবারের বইমেলায় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মোট ৩৪টি স্টলের মাধ্যমে লিটলম্যাগ, সাহিত্য প্রতিষ্ঠানসহ ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রংপুর বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
রংপুর বইমেলার প্রস্তুতি সম্পর্কে বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন জানান, সম্মিলিত লেখক সমাজের উদ্যোগে ৪র্থ বারের মতো এবারের বইমেলার প্রচারের জন্য ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বইমেলায় শিশুদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলা, প্রাণের মেলা জমে উঠবে বলে আশা করা হচ্ছে। তিনি বই পাগল মানুষদের মেলায় আসার আমন্ত্রণ জানান এবং বইমেলার প্রচারে রংপুরের সকল সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।