ঢাকাSunday , 10 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কৃষি প্রধান দেশ ইউরিয়া সার অত্যন্ত জরুরী, শিল্পমন্ত্রী

TITUL ISLAM
February 10, 2019 4:20 pm
Link Copied!

এম,লুৎফর রহমান,নরসিংদী প্রতিনিধি ঃ শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃত। কৃষিকাজে সার অত্যন্ত জরুরী। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার কারখানায় অধিক উৎপাদনের জন্য মেগা প্রকল্প হাতে নিয়েছেন। পলাশে ২টি ইউরিয়া সারকারখানাকে একিভূত করে দৈনিক ২ হাজার ৮ শত মেট্টিক টন (বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্টিক টন) গ্রানুলার ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে প্রায় ১০ হাজার ৪ শত ৬১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ জন্যই প্রকল্পটি পরিদর্শনে আসা। তিনি জানান, আগামী ২০২২ সালে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর শক্তি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এ সার কারখানাটিতে দৈনিক ২ হাজার ৮ শত মেট্টিক টন গ্রানুলার ইউরিয়া উৎপাদিত হবে। উল্লেখ্য, প্রকল্পটি সম্পূর্নরূপে পরিবেশবান্ধব সারকারখানা। এটাই বাংলাদেশে প্রথম সার কারখানা যেখানে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ধারন করা সম্ভব হবে এবং ধারনকৃত কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে শতকরা ১০ ভাগ ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম.পি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি আজ রবিবার সকালে প্রকল্পটি পরিদর্শন করেন। এসময় নরসিংদী- ২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান (দিলীপ), নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।