ঢাকাWednesday , 6 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মাদ্রাসা ছাত্র হত্যাকারীদের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

TITUL ISLAM
February 6, 2019 12:21 pm
Link Copied!

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি :: 
কুড়িগ্রামের চান্দামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ১০ম শ্রেনীর মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল হাদী বকসীর হত্যাকান্ডের প্রতিবাদে ও অভিযুক্তদের ফাঁসির দাবীতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
মানব বন্ধনে বক্তারা বলেন দিবালোকে মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল হাদী বকসীকে পিটিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তানাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
মানব বন্ধনে চান্দামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসা, ফরকেরহাট কেরামতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পান্থাপাড়া বালাকান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
উল্লেখ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে জনসম্মুখ্যে ৭/৮জন সন্ত্রাসী আব্দুল্লাহ আল হাদীকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৪ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। আব্দুল্লাহ আল হাদী উমর মজিদ ইউনিয়নের বকসী পাড়া গ্রামের হাফেজ মোহাম্মদ আলীর পুত্র।
এঘটনায় রাজারহাট থানায় আব্দুল্লাহ আল হাদীর পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে ১০ জনকে আসামীকে করে মামলা দায়ের করলে ২ জনকে আটক করে পুলিশ। আটককৃত হলেন উমরমজিদ ইউনিয়নের মতিয়ার রহমানের পুত্র মামুন ও একই এলাকার নুরুজ্জামালের পুত্র মিজানুর রহমান সাজু।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, এ ঘটনায় রাজারহাট থানায় ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার ১ নাম্বার ও ৪ নাম্বার আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।