ঢাকাMonday , 14 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই শিক্ষক ও দুই গ্রাম পুলিশসহ ১৯ জুয়ারী গ্রেফতার

TITUL ISLAM
January 14, 2019 10:46 am
Link Copied!

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক ও দুই গ্রাম পুলিশসহ ১৯ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী মধ্য-কাশিপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তারা ঐ এলাকার মৃত হাগুরা মামুদের ছেলে আমির উদ্দিনের বাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম ও গ্রাম পুলিশ জাবেদ আলীর নেতৃর্ত্বে বিভিন্ন ভাগে ভাগ হয়ে জুয়ার আসর বসায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মধ্য কাশিপুর গ্রামের মনসুর আলীর ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম (৩৭), একই গ্রামের মৃত ছাবের আলীর ছেলে গ্রাম পুলিশ জাবেদ আলী (৫০), ধর্মপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (৪৯), একই গ্রামের সামাদ আলীর ছেলে রুহুল আমিন (৩২), উত্তর কাশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবু তালেব (৩৭), অনন্তপুর গ্রামের মৃত জব্বারের ছেলে হাবিবুর রহমান (৪২), মৃত অছিমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৭), আজগার আলীর ছেলে ফরিদুল হক দুলু (৫১), মৃত মনসুর আলীর ছেলে আবুল হোসেন (৫৮), মৃত ভদং শেখের ছেলে লুৎফর রহমান (৪৭), মৃত এনছান আলীর ছেলে বাবুল মিয়া (৪০), মধ্য কাশিপুর গ্রামের মৃত বাছেদ আলীর ছেলে হায়দার আলী (৩৭) একই গ্রামের মৃত ছাদের আলীর ছেলে গ্রাম পুলিশ আবদুর রহমান (৫৪), মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৩৬), মৃত রোস্তম আলীর ছেলে একরামুল হক (২৯), আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম (২২), আজগার আলীর ছেলে আব্দুল বারেক (৩৪), পাশবর্তি নাগেশ^রী উপজেলার পশ্চিম রামখানার শুকুরটারী গ্রামের সাইফুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (২২)।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।