ঢাকাSunday , 13 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে প্রতিবন্ধী পরিবারের উপর চাঁদাবাজদের হামলা,৯ দিনেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ

TITUL ISLAM
January 13, 2019 12:01 pm
Link Copied!

এম,লুৎফর রহমান,নরসিংদী : নরসিংদীর মাধবদী আটপাইকা গ্রামে চাঁদার দাবিতে প্রতিবন্ধীর উপর হামলার ঘটনা ঘটেছে।
আহতবস্থায় ৯ দিন যাবৎ হাসপাতালে থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আহতরা হলেন, মোজাম্মেল, ফারুক, শরীফ, আরিফ। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহতদের অবস্থা আশংকা জনক । ১২ জানুয়ারী শনিবার সকালে প্রতিবন্ধীর নিজ বাড়িতে প্রতিবন্ধীর মা হাজী নূর জাহান বিবি অভিযোগ করে বলেন, জমি-জমা আত্মসাৎ করার জন্য আমার ছেলে মোজাম্মেল ও নাতী ফারুক, শরীফ, আরিফ আমার প্রতিবন্ধী ছেলের উপর ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে হামলা চালিয়েছে। আমার প্রতিবন্ধী ছেলে আহতবস্থায় ৯ দিন যাবৎ নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এখনো তাদের প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমি তাদের বিচার চাই।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীর জমিতে তাদের মালিকানা দাবি করে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ইতিপূর্বেও এ নিয়ে প্রতিবন্ধীর উপর হামলা হয়েছে। প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ভাইকে তারা মারাত্মকভাবে জখম করেছে। তারা গ্রামের মাতাব্বরদের কথাও মানেনি, তাদের বিচার হওয়া উচিৎ। এ ঘটনায় প্রতিবন্ধী শাকিল বাদী হয়ে জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি মাধবদী থানায় তদন্তাধীন আছে। এ ব্যাপারে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবন্ধীর উপর হামলা, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি খোজখবর নিচ্ছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।