ঢাকাSunday , 28 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১

TITUL ISLAM
September 28, 2025 8:37 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময়  আরও এক ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী হাজিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের  নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহত একজন হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮)
স্থানীয়রা জানান, বাড়ির পাশে আর্থিংয়ের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর ইসলাম ও দেলোয়ার হোসেন। এসময় আরেক ভাই ইয়াছিন তাদেরকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন।
ঘটনাস্থলে নুর ইসলাম ও দেলোয়ারের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অপর ছোট ভাই ইয়াছিনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বাড়ির বিদ্যুৎ সংযোগের আর্থিং টানতে গিয়ে দুই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান। আরেক ভাই গুরুতর হওয়ার চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আমি ঘটনা স্থল পরিদর্শন করে পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা নিয়ে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।