রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট।।
লালমনিরহাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। রোববার (২৮ সেপ্টেম্বর) শহরের ঐতিহ্যবাহী দেব বাড়ি পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে পূজা উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরির কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক।
দেব বাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বাংলাদেশি প্রবাসীরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুইডেন প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন এবং চট্টগ্রামে হাঙ্গেরি এম্বাসির কনসাল মোকলেসুর রহমান লেনিন।
অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। রঙিন আলোকসজ্জা, ঢাক-ঢোলের বাজনা আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো দেব বাড়ি পূজা মণ্ডপ।
জয়ন্ত কুমার দেব বলেন, “প্রতিবারই মা দুর্গা স্বর্গ থেকে আসেন, তবে এবার তিনি এসেছেন হাতিতে। আমাদের চাওয়া—বিশ্বে যেন সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, সব রেষারেষি দূর হয়ে বাংলাদেশসহ পুরো পৃথিবী ফুলে ফলে পূর্ণ হয়ে ওঠে।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী লালমনিরহাটের উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে প্রতিবছরই বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।
দেব বাড়ির আরেক সদস্য অনন্যা দেবী বলেন, “দুর্গাপূজা আমাদের জন্য অন্যরকম আনন্দের উৎসব। আমরা মায়ের কাছে প্রার্থনা করি দেশের জন্য সুন্দর পরিবেশ তৈরি হোক, সবাই যেন ভালো থাকে।”
পূজা মণ্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “এবার মা দুর্গা এসেছেন গজায়, আর বিদায় নেবেন দোলায় চড়ে। প্রতিবছরের মতো এ বছরও মা আমাদের জন্য শান্তি ও শুভকামনা নিয়ে এসেছেন। সবার অংশগ্রহণে এই উৎসব হবে মিলনমেলা, যা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।”
এভাবেই ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনমেলায় পরিণত হয়েছে লালমনিরহাটের দেব বাড়ি পূজা মণ্ডপ।