ঢাকাWednesday , 26 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের কালীগঞ্জে  ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

TITUL ISLAM
June 26, 2024 7:12 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গরু পারাপারকারি বাংলাদেশী নিহত হয়েছে। আজ বুধবার (২৬ জুন) ভোরে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচির দুলালী গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী  সূত্রে জানা যায়,বুধবার গভীর রাতে ৪/৫ জনের একদল বাংলাদেশী গরু পারাপারকারী জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৫৫)। এ সময় তার সহযোগীরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। খবর পেয়ে কালিগঞ্জ  উপজেলার গোড়ল তদন্ত পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন।

কালিগঞ্জ উপজেলার গোড়ল তদন্ত ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুল কাদের বলেন, আমরা সংবাদ পেয়ে সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় সকাল ১১ টায় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ঘটনার প্রতিবাদ জানানো হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।