ঢাকাSunday , 29 December 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবের অনন্য উদ্যোগ 

TITUL ISLAM
December 29, 2019 10:38 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানের ন্যায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটিতে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা স্থাপন করে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

ক্লাবগুলোতে বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিয়ে নিবন্ধন, শিশু অধিকার, নারী অধিকার, জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করা, যৌন নিপীড়ন প্রতিরোধসহ নানা বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। যেন পরিবার, সমাজ ও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে এর প্রভাব ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উপজেলার তুষভান্ডার নছর উদ্দিন বালিকা বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি রুমে ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বাল্যবিয়ের কুফল বিষয়ে আলোচনা করছেন জেন্ডার প্রমোটার সালমানুল ইসলাম সজীব।

জেন্ডার প্রমোটার সালমানুল ইসলাম সজীব এ প্রতিনিধিকে বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে একজন কবিতা আবৃত্তি শিক্ষক ও একজন সংগীত শিক্ষক রয়েছে। আর ওই ৮টি ক্লাবের  জন্য দু’জন জেন্ডার প্রমোটারও রয়েছেন। প্রতিটি ক্লাবে রয়েছে ৩০ জন শিক্ষার্থী আর ওই ক্লাবে সপ্তাহে দুই দিন কিশোর কিশোরীদেরকে নিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। কিশোর-কিশোরী ক্লাবগুলো প্রতিষ্ঠার ফলে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে আর ভালো কিছু করার প্রেরণা যোগানোর পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেমও জাগ্রত হবে। এই উদ্যোগ সফল হলে সফল হবে বাংলাদেশ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে নারী সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে এবং পারিবারিক বৈষম্যের শিকার কিশোরীদের সমাজের উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সরকার দেশের কয়েকটি স্থানে গড়ে তুলেছে কিশোর-কিশোরী ক্লাব। এসব ক্লাবের মাধ্যমে জীবনের জন্য দরকারি নানা বিষয় যেমন  বয়ঃসন্ধিকালের সমস্যা কীভাবে মোকাবেলা করা যায়, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু পাচার ও এইডস কীভাবে প্রতিরোধ করা সহ বিভিন্ন বিষয় শেখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানান, কিশোর-কিশোরী ক্লাব সময়োপযোগী অনন্য একটি উদ্যোগ। কিশোর-কিশোরী ক্লাবের সাফল্য নিশ্চিত করতে সব সময় পাশে আছে উপজেলা প্রশাসন। এ ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, নিজের অধিকার নিয়ে সচেতন হবে, বাল্যবিয়ে মুক্ত কালীগঞ্জ উপজেলা গঠনে ভূমিকা রাখবে বলে ও জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।