ঢাকাThursday , 4 July 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

হামাক আর কষ্ট করে স্কুলে যাও লাগবে না মন্ত্রী হামাক এখন নতুন সাইকেল দিয়েছে

TITUL ISLAM
July 4, 2019 5:59 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল।।

চার থেকে পাঁচ কিলো পায়ে হেঁটে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা।
সারিবদ্ধ হয়ে বাইসাইকেলের হাতল ধরে দাঁড়িয়ে ছিল অর্ধশতাধিক ছাত্রী।

এদের সবার বাড়ি বিদ্যালয় থেকে ৪/৫ কিলো দূরে এবং দরিদ্র ঘরের সন্তান। বহুদূর থেকে পায়ে হেঁটে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা।

এসব দরিদ্র অর্ধশতাধিক মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়েছে। বাইসাইকেল পেয়ে খুবই খুশি তারা। ছাত্রীরা জানায়, হামাক আর কষ্ট করে স্কুলে যাও লাগবে না মন্ত্রী হামাক এখন নতুন সাইকেল দিছে এই সাইকেলে করেই প্রতিদিন বিদ্যালয়ে আসবে হামা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে ওই বাইসাইকেলগুলো বিতরণ করা হয়। আর এগুলো বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরজ্জামান আহমেদ। মন্ত্রীর হাত থেকে বাইসাইকেল পেয়ে খুশি ৫৫ জন ছাত্রী।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ জানান, ওই দরিদ্র মেধাবী ছাত্রীদের যাতে বিদ্যালয়ে যেতে কোনো সমস্যা না হয় তাই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এখন সাইকেলে করে বিদ্যালয়ে যাবে তারা। ছাত্রীরা যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে বহুদূর যেতে পারে সেই লক্ষ্যে কাজ করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।