লালমনিরহাটের উপজেলা পরিষদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাইয়ের সময় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। পাটগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ওয়াজেদুল ইসলাম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা আক্তার, রেজওয়ানা আক্তার-এর মনোনয়ন বাতিল হয়েছে। সে ক্ষেত্রে চেয়ারম্যান পদে বিনা প্রতিন্দন্দ্বীতায় রুহুল আমিন বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফা আক্তার নির্বাচিত হচ্ছেন।
হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে অধ্যক্ষ সারোয়ার আলম ও সালেহ আহম্মেদ এবং ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন মিয়া, মোজাম্মেল হক, মোসলেম উদ্দিন, রুমন হোসেন ও আনোয়ার হোসেন-এর মনোনয়ন বাতিল হয়েছে। কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিজু ও ভাইস চেয়ারম্যান পদে কমল কৃষ্ণের মনোনয়ন বাতিল হয়েছে। আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে রফিকুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস পারভীন, মুক্তা আক্তার, জেসমিন আক্তার এর মনোনয়ন বাতিল হয়েছে। সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফা বেগম লাকীর মনোনয়ন বাতিল হয়েছে। সে ক্ষেত্রে মাসুমা ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন।