
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র শীত অনেকের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।
লালমনিরহাটের কালীগঞ্জে সকল সম্প্রদায়ের অসহায়, দুস্থ গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র চাঁদর বিতরণ করেছেন লালমনিরহাট জেলা পরিষদ সদস্য মোঃ মোজাম্মেল হক।চাঁদর পেয়ে শীতার্তদের মুখে উষ্ণতার হাসি।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে কাকিনা ইউনিয়নের হাজী মার্কেট এলাকায় বিভিন্ন এলাকার ৩০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে চাঁদর বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন -ইউপি সদস্য ইয়াছিন আলী, শাহাব উদ্দিন, মাদ্রাসা শিক্ষক মোঃ ইউসুফ আলী, সাংবাদিক হাসানুজ্জামান হাসান, আলহাজ্ব আইয়ুব আলী ও আলমগীর বাঁদশা প্রমূখ।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র উপহার চেয়ারম্যান ও ইউ’পি সদস্যদের হাতে তুলে দেন জেলা পরিষদ সদস্য মোঃ মোজাম্মেল হক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।