ঢাকাThursday , 19 January 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে উষ্ণতা নিয়ে এতিমদের দুয়ারে ইউএন ও জহির ইমাম, পি আইও

TITUL ISLAM
January 19, 2023 4:44 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে ছিন্নমূল ও এতিম শিশুদের দুয়ারে দুয়ারে ছুটছেন কালীগঞ্জ জেলা প্রশাসন (ইউএনও) জহির ইমাম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের চলবলা
হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি।

জানা গেছে, তীব্র শীতের পাশাপাশি গত সাত দিন ধরে সুর্যের দেখা নেই হিমালয়ের পাদদেশের জেলা লালমনিরহাটে। ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে কয়েকগুণ।

 

শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আঁধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটে চলছেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।

ফুটপাত ও স্টেশনের বারান্দায় শুয়ে থাকা ভাসমান মানুষের পাশাপাশি আশ্রয়ণ, গুচ্ছগ্রাম, বৃদ্ধাশ্রম, হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় থাকা শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যয়ের এ কর্মকর্তাকে রাতের আঁধারে ঘরের দুয়ারে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন অনেক ছিন্নমূল শীতার্ত মানুষ।

এ সময় এসব এতিম শিশু ও ছিন্নমূল মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অন্য কোন অভাব অভিযোগ থাকলে তা শুনে সমাধানের চেষ্টা করেন। ছিন্নমূল এসব মানুষের দুয়ারে পৌঁছাতে অনেক সময় গাড়ি থেকে নেমে হেঁটেও যেতে হয় তাকে। তবুও অন্যের দ্বারস্থ না হয়ে ছুটে গিয়ে নিজ হাতেই শীতের উষ্ণতার কম্বল তুলেন দেন জহির ইমাম ও ফেরদৌস আহমেদ।

এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।