ঢাকাWednesday , 3 April 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

খবর সংগ্রহে ছুটে চলেন,যিনি চারিদিক তিনি হচ্ছেন জাতির বিবেক,তিনিই সাংবাদিক

TITUL ISLAM
April 3, 2019 5:50 pm
Link Copied!

খবর সংগ্রহে ছুটে চলেন,যিনি চারিদিক
তিনি হচ্ছেন জাতির বিবেক,তিনিই সাংবাদি।

অজানা তথ্য জানাতে যিনি,সবার অগ্র পথিক,
পেশাগত কাজে যার ঝুঁকি সর্বাধিক,তিনিই সাংবাদিক।

হাটে,ঘাটে,রাস্তার মোড়ে
কৌতুহলী মানুষের ভীরে
পরলে কোন হিড়িক,
কলম ক্যামেরা প্যাড নিয়ে
মুহুর্তেই পৌঁছে যান যিনি
তিনিই সাংবাদিক।

অনুসন্ধানে ঝুঁকি নেন
যিনি সর্বাধিক,
দুঃসাহসী অভিযাত্রিক
সত্য সন্ধানী দুরন্ত পথিক
তিনিই সাংবাদিক।

মুখোশ ধারীর মুখোশ খুলে
দেখান চারিদিক,
সত্য ন্যায়ের কাণ্ডারী তিনি
তিনিই সাংবাদিক।

তথ্য সেবায় জ্ঞান-গরিমায়
যিনি অগ্র পথিক,
তিনিই সাংবাদিক।

মিথ্যা ভয়ের আগল ভেঙ্গে
যিনি,দেখান আলোর দিক,
তিনিই সাংবাদিক।

দুর্নীতিবাজ অফিসার-দের
যিনি করেন ঠিক,
তিনিই সাংবাদিক।

মিথ্যা বানোয়াটকে
খুঁচিয়ে বের করেন
যিনি তথ্য সঠিক,
তিনিই সাংবাদিক।

গড়ীব দুঃখী মানুষের প্রতি
যিনি সবচেয়ে মানবিক,
বঞ্চিত ও নির্যাতিত দের অধিকার নিয়ে
যিনি লিখেন সর্বাধিক,
অসহায় এর সহায় তিনি
তিনিই সাংবাদিক।

জ্ঞানের আলো ছড়ান যিনি
সমাজের চারিদিক,
তিনি হলেন সমাজ সংস্কারক
তিনিই সাংবাদিক।

নিন্দুকেরা বিদ্রুপ করে বিকৃত করে
যাকে বলেন সাংঘাতিক,
তিনি হলেন জ্ঞানের আঁধার
তিনিই সাংবাদিক।

উড়ে এসে জুড়ে বসে যিনি
বিভিন্ন বিষয়ে করেন হস্তক্ষেপ,
অনিয়ম ও দুর্নীতির আভাস পেলেই
নেন যিনি এর বিরুদ্ধে পদক্ষেপ,
তিনিই সাংবাদিক।

নিজের খেয়ে নিজের দেয়ে
অন্যদের নিয়ে মাথা ঘামান যিনি
তিনিই সাংবাদিক।

সভা সমাবেশ,মিছিল মিটিং
বাদ দেননা কিছু,
সদাই যিনি ছুটে বেড়ান
ঘটনার পিছু পিছু
তিনিই সাংবাদিক।

দুর্নীতিবাজদের লাগাম টেনে
করেন যারা ঠিক
তারাই সাংবাদিক।

দুর্নীতিবাজ অফিসাররা যাদের ভাবে শত্রু
সৎ সাহসী অফিসাররা তাদের ভাবে মিত্র
তারাই সাংবাদিক।

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা
কিভাবে জনসমক্ষে ঘুরে,
এসব দেখে নিজ উদ্যোগে
অনুসন্ধান যারা করে,
তারাই সাংবাদিক।

সমাজের বিভিন্ন অসঙ্গতি
সবার আগে যাদের চেখে পড়ে
তারাই সাংবাদিক।

দুর্নীতির বিরুদ্ধে তথ্য দিয়ে
প্রশাসনকে সাহায্য যারা করে,
যাদের তৎপরতায় আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী, সন্ত্রাসীদের ধরে
তারাই সাংবাদিক।

হাফ বিল্ডিংয়ের মালিক রাতারাতি
কি করে,উঠায় পাঁচতলা,
এসব দেখে অনুসন্ধানী চোখ
যাদের করে ঝালাপালা,
অনুসন্ধানী তথ্য দিয়ে রিপোর্ট লেখেন ঠিক
তারাই সাংবাদিক।

দেশ ও দশের উন্নয়নে রয়েছে
যাদের অবদান,
তারা এদেশের সাংবাদিক
তারাই কীর্তিমান।

 

লেখক এস এম সহিদুল ইসলাম( সাংবাদিক)

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।