ঢাকাTuesday , 30 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নির্মাণ শ্রমিক অধিকার আন্দোলনে জাতীয় পর্যায়ে নেতৃত্বে লালমনিরহাটের আলামিন হোসেন 

TITUL ISLAM
September 30, 2025 6:21 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন লালমনিরহাটের সন্তান। তিনি সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী।

স্থানীয় শ্রমিকরা জানান, লালমনিরহাটের মতো প্রান্তিক জেলা থেকে জাতীয় পর্যায়ের সংগঠনে নেতৃত্বের আসনে পৌঁছানো একটি গর্বের বিষয়। এতে এলাকার শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর আরও জোরদারভাবে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন দেশের নির্মাণশ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন দায়িত্বপ্রাপ্ত এ নেতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য,যে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করে। গত শনিবার( ২৭ সেপ্টেম্বর) রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।

এসময়  উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। তিনি বলেন, নির্মাণ শ্রমিকেরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”

উল্লেখ্য যে আল-আমিন হোসেন বিভিন্ন সময়ে শ্রমিকদের বিপদে-আপদে পাশে থাকা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা খাতে অর্থ প্রদান এবং,শীত মৌসুমে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নানান কর্মকাণ্ডে, শ্রমিকদের হৃদয় জায়গা করে নিয়েছেন তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।