রাহেবুল ইসলাম টিটুল , লালমনিরহাট।।
সিমান্তে গুলিকরে নির্বিচারে মানুষ হত্যা কখনো সমাধান হতে পারে না, আপনারা গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করবেন আমরা বিচারে আওতায় আনে বিচার করবো। লালমনিরহাটে বর্ডার গার্ড তিস্তা বিজিবি ব্যাটালিয়ন( ৬১) এর বন্যাদুর্গত মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক (ওএসপি)। তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫ টায় লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা বিজিবি ব্যাটালিয়ন( ৬১) নিজ শেখ সুন্দর দাখিলি মাদ্রাসা মাঠে তিস্তা পাড়ের বন্যাদুর্গত এলাকার দুস্ত ও অসহায় ২ শত ৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, আলু, চিড়া, নুডুলস,লবন, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের আয়োজনে বন্যা দূর্গতদের ত্রাণ বিতরনকালে এসময় আরো উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শফিউজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার মামুনুর রশীদ, তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহীদ মাসুম প্রমূখ।