রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আপনারা নৌকায় ভোট দিন, উন্নয়ন করা আমাদের দায়িত্ব। উন্নয়নের জন্য কাজ করছেন শেখ হাসিনা। ’
যারা আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করে, তাদের উদ্দেশ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে সমাজকল্যাণ মন্ত্রী তার নির্বাচনি এলাকা কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিমা রঞ্জন স্কুল মাঠের জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী তার বিরোধী স্বতন্ত্রপ্রার্থীর সমালোচনা করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নির্বাচনি জনসভায় বলেছিলেন, আমি মন্ত্রীত্ব নেওয়ার পরে এলাকার কোনও উন্নয়ন করতে পারিনি। আমি তাদের সবিনয়ে বলতে চাই, আপনারা সত্যকে স্বীকার করুন। স্কুল, কলেজসহ শত শত জ্বলজ্বল করে সত্যের মত জ্বলছে। এইসব উন্নয়নকে অস্বীকার করা মানে জ্বলন্ত সত্যকে অস্বীকার করা।’
মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমি উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবো। যা যা উন্নয়ন হয়েছে, সব কিছুর রেকর্ড আছে। আমি কারও বিরুদ্ধে মিথ্যাচার করে নিজেকে বড় করতে চাই না। আমি সেই কাজই করি, যা মানুষের কাজে লাগে। মানুষের কল্যাণে কাজ করলে স্রষ্টা খুশি হন।’
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এই নির্বাচনি জনসভায় তার ছেলে ও জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান,কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহুর তাহু সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।