ঢাকাWednesday , 28 June 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কালীগঞ্জে বিভিন্ন স্থানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

TITUL ISLAM
June 28, 2023 10:21 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জের বিভিন্ন স্থানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জুন ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী গ্রামের হাড়িশ্বর বিল ঈদগাহে , চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট এবং বোতলা বাইতুল আমান জামে মসজিদ ঈদগাহে এ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

ইসলাম ধর্মের আহলে হাদিস’র অনুসারীরা এই ঈদের জামাতে শরিক হয়েছেন। তাঁরা বলছেন,২১ বছর ধরে সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম মানছেন এবং সেই ধারাবাহিকতায়  আজ বুধবার ঈদুল আযহা উদ্‌যাপন করছেন তাঁরা। বয়ান, খুদবা পাঠের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরকে জড়িয়ে কোলাকুলি করেন এবং এতে ঈদের এক উৎসবের আমেজ বিরাজ করে।

তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের হাড়িশ্বর  ঈদগাহের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, বিশ্বের কয়েকটি দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ইসলাম ধর্মের নিয়ম মেনে আসছেন এবং সে অনুযায়ী আমরাও গত কয়েকবছর ধরে এ নিয়ম মেনে আসছি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) চার্জ অফিসার হাবিবুর রহমান বলেন, উপজেলার কয়েকটি স্থানে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হচ্ছে।তিনি আরো বলেন, মুসুল্লিগণ যাতে নির্বিঘ্নে তাদের ইবাদত করতে পারেন সে পরিবেশ ঠিক রাখতেই আমাদের পুলিশ দায়িত্ব পালনে নিয়জিত আছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।