ঢাকাTuesday , 2 May 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জরাজীর্ণ ঘরে স্ত্রী-সন্তানকে নিয়ে গরুর সাথে বসবাস! 

TITUL ISLAM
May 2, 2023 2:46 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট। 
লালমনিরহাটের কালীগঞ্জে চরম দরিদ্রতার কষাঘাতে জরাজীর্ণ ঘরে স্ত্রী-সন্তানকে নিয়ে গরুর সাথে বসবাস করছেন ভূমিহীন শাহআলম। নিজের থাকার ঘরের একদিকে বিছানা অন্যদিকে খড় বিছানো গরুর থাকার জায়গা। অন্যদিকে তার বাবা বদিউজ্জামাল ও ছোট ভাই মাহাবুরও থাকেন খাস জমিতে। কাজ জুটলে মুখে খাবার ওঠে, না হলে অনাহারে-অর্ধাহারে দিন কাটে। এভাবেই শীত-গ্রীষ্ম-বর্ষা পার করছেন তারা । তবুও দেখার যেন কেউ নেই।
মঙ্গলবার(২ মে) সরেজমিন গিয়ে এমন দুর্বিষহ জীবনের চিত্র চোখে পড়ে উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় ভূমিহীন শাহআলমের বাড়ীতে।
ভূমিহীন শাহআলম বলেন, খাস জমিতে কোন রকম দো চালা একনা টিনের ঘর করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকি। পাশে গরুটা থাকে। ওই ঘরেই থাকা খাওয়া সব। কিন্তু দুর্গন্ধে থাকা যায় না। এই অবস্থায় বাড়িঘরে কোন আত্মীয়স্বজন আসতে পারেনা। সহায় সম্বল কিছুই নেই। শুধু একটা গরু আছে। সরকার একটা ঘর দিলে বাকী জীবনটা সুখে থাকতে পারতাম।
কান্না জড়িত কন্ঠে শাহআলমের স্ত্রী মনিরা বেগম বলেন,  অভাবের তারনায় গরু নিয়ে একই ঘরে থাকতে হয় । খাওয়া দাওয়াও করতে হয় একই ঘরে। আমার স্বামী দিনমজুরির কাজ করে যা আনে তাই খাই, না আনলে না খাই। অনেকে সরকারি ঘর পাইলেও আমাদের ভাগ্যে জুটেনি সরকারি বরাদ্দের ঘর।
শাহ আলমের ছোট ভাই মাহাবুর বলেন,ঘরের আবেদনেন জন্য ভূমিহীন সনদে চেয়ারম্যানের স্বাক্ষর নিতে গেলে চেয়ারম্যান আমাদের দুই ভাইয়ের ভূমিহীন সনদে স্বাক্ষর করেনি। আমরা দুই ভাই ভাল ঘরের অভাবে খুব কষ্টে জীবনযাপন করছি।
প্রতিবেশি মোহাম্মদ আলী বলেন, প্রায় বিশ বছর ধরে এমন মানবেতর জীবন-যাপন করছেন শাহআলমসহ তার পুরো পরিবার। তার বাবা বদিউজ্জামাল একজন শারিরীক প্রতিবন্ধী অনেক কষ্টে দিন পার করছে। বৃষ্টি আসলে কষ্ট তাদের আরো দ্বিগুণ হয়ে যায়। রান্না ঘরের যে অবস্থা তাতে চুলা ভিজে যায়। রান্না করতে পারে না।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান তাহির তাহু বলেন, তারা খাস জমিতে থাকে কিনা আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখতে হবে।
কাকিনা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের  ইউপি সদস্য রমজান আলী বলেন, বদিউজ্জামানসহ তার দুই ছেলে ভূমিহীন। থাকেন খাস জমিতে। সরকারি বিধি মোতাবেক তারা সরকারি ঘর পাওয়ার যোগ্য।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।