
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাফিউল হাবিব মুন্না বলেন, গত ৩১ জানুয়ারি জাহাঙ্গীর আলম লিটু নামে এক ব্যক্তির বাসার টিনের বেড়ার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে কয়েক বোতল ফেনসিডিল এবং কিছু ইয়াবা উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।এর আগে গত ১ জানুয়ারি একজন নারী জাহাঙ্গীর আলম লিটু বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেন। অপর দিকে আব্দুল খালেক নামে একজন লিটুকে হত্যার হুমকি দেয় যা আমার ইন্দোনে হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম লিটু লিখিত বক্তব্যে বলেন। যা গত ২ ফেব্রæয়ারি বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়।
বিষয়টি সত্য নয় এবং এসবের সাথে আমি জড়িত নই।
মূলত কাকিনা চাপারতল এলাকার আজিজুল হক এর ছেলে জাহাঙ্গীর আলম লিটু আমার বর্গাচাষি ছিল। আমার জমির ফসল ঠিকমত না দেওয়ায় এই জমি আমি গত বছর অন্য একজনকে বর্গা দেই।
এতে লিটু ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্যা প্রদান করে আমার সুনাম ক্ষুন্ন করার পাঁয়তারা করছে।
এমতাবস্থায় আমি এবং আমার পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি পারিবাবিক সুনাম ক্ষুন্ন হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতায় ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।