ঢাকাWednesday , 4 January 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফসলি জমির মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

TITUL ISLAM
January 4, 2023 11:46 am
Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে দীর্ঘদিন যাবত ফসলি জমি থেকে স্কেভেটার মেশিন (ভেকু) দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছেন একটি মহল। খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জমির মাটি বিক্রি করার অপরাধে সাবু (৩৬) মিয়া নামের জনকে আটক করেন।

এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার কাছ থেকে মুসলেকা নেয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ট্রাক্টর সাবু মিয়া উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী গ্রামের শফি মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের খোকারথান নামক স্থানে আইনশৃঙ্খলা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওজাতুন জান্নাত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রওজাতুন জান্নাত বলেন, দীর্ঘদিন যাবত উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের খোকারথান নামক স্থানে প্রভাব খাটিয়ে কৃষকদের জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে একটি চক্র।

এমন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ফসলি জমি থেকে মাটি কাটার সাথে জড়িত থাকায় সাবু মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, কৃষকদের কৃষি জমি রক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।