ঢাকাWednesday , 21 December 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর কৃষক বান্ধব ভেটেরিনারি ক্যাম্পেইনে খুশি তাড়াও

TITUL ISLAM
December 21, 2022 11:02 am
Link Copied!

আহসান সাকিব হাসান :

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের উদ্যোগে লালমনিরহাট মিলিটারি ফার্ম বিনামূল্যে ভেটেরিনারি সেবা ক্যাম্পেইন করেছে। বুধবার লালমনিরহাট মিলিটারি ফার্মের ব্যবস্থাপনায় ও জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন উদ্বোধন করেন, লালমনিরহাটের মিলিটারি ফার্মের অধিনায়ক কর্ণেল মোহাম্মদ হারুন আল রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্ণেল পীযূষ কুমার বিশ্বাস, মেজর এনামুল হক, মেজর কাজী মো: ওমর ফারুক, মেজর সোহেল রানা। সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার সাজিয়া আফরিন। হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার সহ অনন্য কর্মকর্তা-কর্মচারীরা।

সামাজিক দায়িত্ববোধ থেকে সেনাবাহিনী রংপুর অঞ্চলে শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা দেয়া হয়। কর্মসূচির আওতায় গরু ও মহিষের তড়কা (এ্যানথ্রাক্স), ছাগল ও ভেঁড়ার পিপিআর, হাঁসের ডাকপ্লেগ এবং মুরগীর রাণীক্ষেত রোগের টিকা দেয়া হয়। এছাড়াও গবাদিপ্রাণীকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোসহ অসুস্থ পশুপাখির চিকিৎসা দেয়া হয়। টিকা এবং চিকিৎসা সেবার পাশাপাশি খামারিদের গবাদিপশু পালন, ব্যবস্থাপনা এবং খামার স্থাপন সংক্রান্ত কারিগরি বিষয়ে পরামর্শ দেয়া হয়।

ক্যাম্পেইনে বিনামূল্যে গরু ৩১১টি এ্যানথ্রাক্স, ছাগল ও ভেঁড়ার ১৭০টি পিপিআর, হাঁস-মুরগীর ৩১১টি ডাকপ্লেগ রাণীক্ষেত রোগের টিকা দেয়া হয়। এছাড়াও গবাদিপ্রাণিকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো সহ অসুস্থ পশুপাখির চিকিৎসা প্রদান করা হয়।

ক্যাম্পেইনে গরু মোটাতাজাকরণ, গবাদিপশু পালন ও ব্যবস্থাপনাসহ অন্যান্য কারিগরি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান এবং বিনামূল্যে লিফলেট বিতরণ করা হয়। সেবামূলক এ ক্যাম্পেইনটি খামারিদের মধ্যে গবাদিপশু পালনে উৎসাহ সৃষ্টি করাসহ বেসামরিক পরিমন্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ভাবমূর্তি উজ্জল করবে বলে জানানো হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।