ঢাকাThursday , 8 December 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা খুঁড়ে রাখার তিনমাস! হয়নি পাকাকরণের কাজ! চরম দুর্ভোগে এলাকাবাসী

TITUL ISLAM
December 8, 2022 2:43 pm
Link Copied!

কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার দক্ষিণ গোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ফক্কোরের হাট পর্যন্ত তিন কি: মি: একটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। উদ্বোধনেন পর পাকাকরণের জন্য রাস্তা খুঁড়ে রাখার তিন মাসেও হয়নি রাস্তা পাকাকরণের কাজ। জনসাধারণের দুর্ভোগের কথা কেউ ভাবছেন না বলে অভিযোগ স্থানীয়দের।

রাস্তা খুঁড়ে রেখে কাজ সমাপ্ত না করে শুধু বালু ফেলে রাখায় ভোগান্তিতে নাস্তানাবুদ ওই এলাকার হাজারো মানুষ। এ রাস্তা আদৌ পাকা হবে কিনা তাও জানেন না কেউ। এ অবস্থায় চলছে না গাড়ি, যাচ্ছে না ভারি যানবাহন। তবে অবিলম্বে রাস্তা সংস্কার চান এলাকাবাসী।

এদিকে রাস্তাটি খুুঁড়ে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে এর নির্মাণকাজ শেষ না করায় ধূলো-বালুতে পথচারী এবং রাস্তার দু ধারে বসবাসকারী পরিবারগুলো অতিষ্ঠ হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটি খননের পর শুধু বালু ফেলে রেখেছেন ঠিকাদার। চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন স্থানীয় অসংখ্য মানুষের পাশাপাশি বিভিন্ন যাবাহন ।

গোড়ল এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা খুঁড়ে এমন বেহাল দশায় রাখলেও দেখার যেন কেউ নেই। উপজেলার প্রত্যন্ত এলাকার হাজার হাজার মানুষের উপজেলা সদরে চলাচলের এক মাত্র সড়ক এটি। তবে গত তিন মাস ধরে রাস্তাটি খুঁড়ে রেখে কাজ বন্ধ করায় বিভিন্ন পণ্য পরিবহনে যে কোন ধরনের যারবাহন তো দূরের কথা রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে চলাও মুশকিল হয়ে পড়েছে এতে চরম দূর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। অতি দ্রুত রাস্তাটির নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন স্থানীয়রা।

এ বিষয় রাস্তার কাজ পাওয়া মেসার্স এমএলটি এন্টারপ্রাইজের এলাহী বকসের নিকট জানতে চাইলে তিনি কাজ বন্ধ থাকার বিষয়ে বলেন, কাজ কেন হচ্ছে না সে বিষয় উপজেলা ইঞ্জিনায়ার ভাল জানেন।

এ বিষয় জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী সানজিত রানা বলেন, খুঁড়ে রাখা সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।