ঢাকাSunday , 6 November 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কম্পিউটার প্রশিক্ষন থাকলে কেউ বসে থাকে না- জেলা প্রশাসক আবু জাফর

TITUL ISLAM
November 6, 2022 3:51 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি-

লালমনিরহাটের কালীগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং ২য় পর্যায় প্রজেক্টের আওত্তায় ফ্রি কম্পিউটার কোর্সের সমাপনী অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

৬ই নভেম্বর ( রবিবার) বিকাল ৪ টায় প্রফিট ফাউন্ডেশন কতৃক আয়োজিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

লেলিন বসুনিয়ার সন্চলনায় ও প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে সমাপনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ন সচিব মো: আবু জাফর।

এসময় জেলা প্রশাসক আবু জাফর বলেন, ফ্রি কম্পিউটার কোর্সগুলো বেশি করে ব্যবস্থা করতে হবে। কম্পিউটার প্রশিক্ষন নেয়া থাকলে কেউ বসে থাকে না।

কম্পিউটার প্রশিক্ষণ জানা লোকের এখন ব্যাপক কাজের সুযোগ রয়েছে তাই প্রতিটি মানুষ যদি এভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ করে তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি। আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সুধীসমাজ, ও প্রফিট ফাউন্ডেশনের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগন। পরে জেলা প্রশাসক প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।