ঢাকাSunday , 17 July 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে পরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সমাজকল্যাণ মন্ত্রী

TITUL ISLAM
July 17, 2022 5:59 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, পিছিয়ে পরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে প্রধানমন্ত্রী – শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

রবিবার ১৭ জুলাই বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন আহমেদ অর্ডিটরিয়ামে জেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক প্রকাশিত ‘আমরা হেঁটেছি যারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের এককালিন অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে কাজ করতে হবে। সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মনেপ্রাণে বিশ্বাস করতেন বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
তাঁর নেতৃত্বে এক সময়ের অচেনা বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।

শেখ হাসিনা সমাজের অবহেলিত পশ্চাৎপদ জনগোষ্ঠিকে প্রশিক্ষিত করে সমাজের মূল শ্রোতধারায় নেয়ার যে কর্মকান্ড হাতে নিয়েছেন তা ৭৫ পরবর্তী কোন সরকার করেনি।

সামাজিক নিরাপত্তার কর্মসূচীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫২ প্রকার সেবা প্রদান অব্যাহত রেখেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক লালমনিরহাট মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু জাফর, সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক মোঃ আব্দুল মোতালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারি মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে ১২০ উপকারভোগীকে অনুদানের চেক প্রদান করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।