ঢাকাSunday , 3 October 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কোনো প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন অধিকার থেকে বঞ্চিত না হয়- সমাজকল্যাণ মন্ত্রী

TITUL ISLAM
October 3, 2021 12:29 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, কোনো প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন অধিকার থেকে বঞ্চিত না হয়।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৭ কোটি মানুষের জন্য কাজ করছেন।এ দেশের মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে রোল মডেল হিসাবে সারাবিশ্বের কাছে পরিচিত করেছেন। তাই তার প্রতি আস্থা রাখতে হবে।

রোববার (৩অক্টোবর) উপজেলা অডিটোরিয়াম হল রুমে সরকারী প্রাথমিক বিদ্যায়লের ১৩টি ভবন উদ্বোধন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৮০ জনকে চেক বিতরণের সময় সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

চেক বিতরণকালে মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের সময় নিজেদের স্বাবলম্বী করতে দেয়া হচ্ছে এককালীন এই অর্থ। এই টাকা দিয়ে নিজেকে প্রতিষ্ঠ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের পরিচালক আব্দুল মোতালেব সরকার, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের অতিরক্ত পরিচালক মো: মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সরকারী কমিশনার ( ভুমি) ইসরাত জাহান সনি, কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত হোসেন, সামাজ সেবার উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মণ, জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুল মতিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল রাজ্জাক, তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, প্রেসক্লাবের সভপতি আমিরুল ইসলাম হেলালসহ প্রমূখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।