ঢাকাSaturday , 7 August 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভরা মৌসুমেও নেই বৃষ্টি–লালমনিরহাটে আমন চাষ ব্যাহত ‘বৃষ্টির অভাবে ক্ষতির মুখে কৃষক

TITUL ISLAM
August 7, 2021 3:04 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

বছর জুড়ে এমনিতেই করোনার মহামারিতে কৃষক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ফসলের হাজার হাজার হেক্টর জমির ক্ষতি ঠিক এই সময়ে দেশের সিমান্তবর্তী কৃষি নির্ভর জেলা লালমনিরহাটে নেই বৃষ্টি।।

মাঠের ফসল নিয়ে চিন্তার ভাষ এখন কৃষকের কপালে।।

বাংলা পঞ্জিকা শ্রাবন থেকে অগ্রহন আমন মৌসুম এসময় ধানের পানির বৃষ্টির চাহিদা যোগায় এ সময় ধানের সেচের প্রজন হয় না।

কিন্তু বৃষ্টি না হওয়ায় সংকট রয়েছে কৃষকরা
অনন্য অনন্য ফসলের চেয়ে সার পানি কম লাগায় তাই এই ধান চাষে উৎসাহিত কৃষকরা।

লালমনিরহাট সদরের চওড়া গ্রামের কৃষক সুরেন্দ্র নাথ বর্মণ এ বছর ১২ বিঘা জমিতে আমন ধান চাষের প্রস্তুতি নিয়েছেন। সেই অনুপাতে আমনের বীজতলাও প্রস্তুত করেছেন। কিন্তু, বৃষ্টির দেখা না পাওয়ায় তিনি বেশ বিপদে পড়েছেন।

বীজতলায় আমনের চারা লালচে হয়ে যাচ্ছে। সময়মতো রোপণ করতে না পারলে এসব চারা নষ্ট হয়ে যাবে। তাই, বৃষ্টির আশা ছেড়ে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে সেচের পানি সংগ্রহ করতে হচ্ছে তাকে। এতে প্রতি বিঘা জমিতে আমন চাষে তার বাড়তি দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় হচ্ছে।

সুরেন্দ্র রায় বলেন, ‘অন্যান্য বছর বৃষ্টির পানিতে জমি হালচাষ করে আমন ধানের চারা রোপণ করি। কিন্তু, এবার গত দুই সপ্তাহ ধরে কোনও বৃষ্টি নেই। খরা চলছে।’

এরকম পরিস্থিতিতে আগে কখনও পড়তে হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সাধারণত এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। আমন ধানের চাষ বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়াটা কৃষির জন্য খুবই অশুভ বিষয়।’

একই গ্রামের কৃষক মহসিন আলী জানান, তিনিও বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে বাধ্য হয়ে ডিজেল চালিত শ্যালও মেশিন দিয়ে সেচের পানি সংগ্রহ করছেন আমন চাষের জন্য।

তিনি বলেন, ‘আমনের চাষ সবচেয়ে লাভজনক। কিন্তু, সময়মতও বৃষ্টি না হওয়ায় এবার বিপাকে পড়েছি। সেচের পানি দিয়ে ধান চাষে বাড়তি খরচ হচ্ছে।’

এ বছর ১০ বিঘা জমিতে আমন ধান চাষের প্রস্তুতি নিয়েছেন তিনি।

কালীগঞ্জ উপজেলা কাশিরাম গ্রামের কৃষক আবু তালে বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি নেই, খরা চলছে।

এ বছর লালমনিরহাটে ৮৫ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বীজতলা প্রস্তুত করা হয়েছে চার হাজার ৪৪৮ হেক্টর জমিতে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিল আশরাফ বলেন,  ‘এ সময় যে পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন তার ১০ শতাংশও হচ্ছে না। যেহেতু বৃষ্টি নেই, তাই কৃষকদের সেচের পানি দিয়ে আমনের চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।’

সময়মতও বৃষ্টিপাত না হওয়াটা জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।