ঢাকাSaturday , 23 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সামনে ঈদ তাই দু:চিন্তায় ছিলাম ঈদের দিনে ভাল মন্দ কিছু খেতে পারব কি না

TITUL ISLAM
May 23, 2020 12:48 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

করোনাভাইরাস দুর্যোগে শুরু থেকেই অসহায় মানুষদের পাশে রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ। এবার ঈদ-উল ফিতর উপলক্ষে আদিতমারী ও কালীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষজনের পাশে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন মন্ত্রীর ছেলে প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ। শনিবার (২৩ মে) সকালে আদিতমারী উপজেলায় পুলিশ ভ্যানে করে করোনা আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে থাকা এসকল মানুষজনের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। এ ব্যাপারে কাশীরাম মনিহারি গ্রামের করোনায় আক্রন্ত রুপালি নামে এক মেয়ে টি লালমনিরহাট অনলাইন নিউজকে বলেন, সামনে ঈদ তাই দু:চিন্তায় ছিলাম ঈদের দিনে ভাল মন্দ কিছু খেতে পারব কি না। কিন্তু হামার রাকিব বাবা হামার জন্য পোলার চাল মুরগী সেমাই চিনি, ডাল লবন, তৈল, আরো মেলা ফলমুল পাঠে দিয়েছে আল্লাহ ওক দুধ ভাত খাওয়াক।

আদিতমারীতে ঈদ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর আরেফিন প্রধান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর আলম,স্বাস্থ্য পরিদর্শক মাহবুব আলম। একই দিনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে পুলিশ ভ্যানে করে করোনা আক্রান্ত কালীগঞ্জ উপজেলার মানুষজনের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। কালীগঞ্জে বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা, উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশিদ,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম হেলাল এবং সিনিয়র সাংবাদিক তিতাস আলমসহ অনেকে। মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ মোবাইল ফোনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছেন। করোনার কারণে এবার ঈদের আনন্দ নেই কারো মনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি, এবার তেমনটা হচ্ছে না। করোনার কালো অধ্যায়ে তাই হোম কোয়ারেন্টাইন থাকা মানুষজনের ঈদ আনন্দকে রাঙিয়ে তুলতে আমার পক্ষ থেকে এই সামান্য ঈদ উপহার। তিনি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকতে চান সবসময়।

তিনি আরোও বলেন, এই দেশকে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে বাঁচানোর জন্য আমরা সকলে সচেতন থাকি। করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। এবারের ঈদের আনন্দ বাহিরে না ঘুরে নামাজ শেষে নিরাপদে বাসায় থাকি এবং নামাজে অবশ্যই মাস্ক পরে নিরাপদ দুরুত্বে দাড়িয়ে নামাজ আদায় করি এবং হ্যান্ড শেক ও কোলাকুলি থেকে বিরত থাকি । উল্লেখ্যঃ সমাজকল্যাণ মন্ত্রী মহোদয় তার ব্যক্তিগত উদ্যোগে দুই উপজেলার ১১ হাজার অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।