ঢাকাFriday , 22 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত!

TITUL ISLAM
May 22, 2020 2:58 pm
Link Copied!

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়া ঢাকার আইইডিসিআর ল্যাবের পরীক্ষায় রংপুরের ১০ জন আক্রান্ত শনাক্ত হয়। ফলে আজ রংপুরের ১৬ জনের করোনা শনাক্ত হলো।

শুক্রবার, ২২ মে বিকেল এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ কর্মচারী (২৫), লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকার একজন পুরুষ (২৩) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের একই পরিবারের দুইজন (৩৯)-(২৫) এবং সুন্দরগঞ্জের বামনডাঙ্গার একজন (২৪) রয়েছেন।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক বদলী হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন। অসমর্থিত সুত্র মতে, তিনি আজ শুক্রবার নতুন কর্মস্থলে যোগদান করেন।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে আইইডিসিআর এ পাঠানো নমুনা পরীক্ষার ফল মিলিয়ে রংপুর জেলায় আজকে নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫৫ জনে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।