ঢাকাMonday , 4 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে প্রথম এক ব্যক্তি করোনা শনাক্ত এ নিয়ে জেলায় মোট আক্রান্ত চারজন, দুইজন সুস্থ

TITUL ISLAM
May 4, 2020 3:30 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রথমবারের মতো এক ব্যক্তি (৩৮) করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি অতি সম্প্রতি নারায়নগঞ্জ থেকে পাটগ্রাম ফিরেছেন।

সোমবার, ০৪ মে রাতে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুপ পাল ।

তিনি জানান, ওই ব্যক্তির বাড়ি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড় এলাকায়। তিনি নারায়ণগঞ্জে একটি আইসক্রিম কম্পনিতে চাকুরী করেন। এ উপজেলায় এর আগে কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। ফলে তিনিই উপজেলার প্রথম করোনা রোগি।

জানাগেছে , ওই ব্যক্তি গত ০১ মে নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটের পাটগ্রামে আসেন। তার তেমন কোন উপসর্গ ছিলো না । হালকা জ্বর ও সর্দি ছিলো । নারায়ণগঞ্জ থেকে এসেছেন জানতে পেরে গত ০২ মে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সেখানে উপজেলা স্বাস্ব্যকর্মীদের পাঠান নমুনা সংগ্রহ করার জন্য। ওইদিন উপজেলা স্বাস্ব্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন এবং সেই দিনে নমুনা পরীক্ষা করার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

সোমবার, ০৪ মে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা শেষে ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল জেলা সিভিল সার্জন অফিসে পাঠান। এতে ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুপ পাল জানান , নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এখন সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মশিউর রহমান আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ ফেরত পাটগ্রাম উপজেলার এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে লালমনিরহাট জেলায় মোট আক্রান্ত চারজন। দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।