ঢাকাSaturday , 25 January 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে স্কুলে ও মাদরাসায় কেবিনেট নির্বাচন সম্পন্ন

TITUL ISLAM
January 25, 2020 2:16 pm
Link Copied!

মিনহাজ পারভেজ পাটগ্রাম প্রতিনিধি,।।

সারাদেশে স্কুল কেবিনেট নির্বাচন এর ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সকল স্কুল প্রতিষ্ঠানসহ মাদ্রাসায় কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে ।

এই স্কুল কেবিনেট নির্বাচনের মাধ্যমেই জাতি পাবে একটি আলোকিত জনপ্রতিনিধি বলে মন্তব্য করেছেন সকল স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ । শিক্ষার্থীরাও কেবিনেট নির্বাচনে ভোট দিতে পেরে অনেক উৎসাহিত । শিক্ষকরা বলেন এভাবেই শিক্ষার্থীরা বুঝবে ভোট দেওয়ার সঠিক দৃষ্টান্ত । এই ক্যাবিনেট নির্বাচনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও ।

আরে কেবিনেট নির্বাচনে উঠে আসা শিক্ষার্থীরাই হবে আগামীর স্বপ্ন । পাটগ্রাম উপজেলার আমানতুল্ল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়, সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পাটগ্রাম আদর্শ বিদ্যানিকেতন, পাটগ্রাম তাহেরা বিদ্যাপীঠ, পাটগ্রাম তারকা নাথ পিছন , বুড়িমারী হাশর উদ্দিন উচ্চ বিদ্যালয়, আলিমুদ্দিন সবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কাউয়মারী উচ্চ বিদ্যালয়, বিএম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সহ পাটগ্রাম উপজেলার সকল স্কুল প্রতিষ্ঠানে এই কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

স্কুলগুলো ঘুরে দেখা গেছে প্রত্যেকটা স্কুলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল । শিক্ষার্থীরা এ ক্যাবিনেট নির্বাচনকে স্বাগত জানিয়েছেন ।তারা মনে করেন যদি এই কেবিনেট নির্বাচন অব্যাহত থাকে তাহলে দেশে আর কোনো অরাজনৈতিক ও তার সাথে কোনো শিক্ষার্থী জড়িয়ে পড়বে না ।

আমানতুল্ল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, আবু কাউছার আলম পলাশ জানিয়েছেন, স্কুল পর্যায়ে কেবিনেট নির্বাচন সরকারের একটি সাফল্যের দিক, কেননা এই স্কুল কেবিনেট নির্বাচন থেকেই শিক্ষার্থীরা তাদের ভোট দেওয়ার অধিকার সম্পর্কে জ্ঞাত হবে । সেই সাথে তিনি আরো বলেন স্কুলের পরিবেশ ঠিক রাখার জন্য এই কেমনে নির্বাচন অত্যাবশ্যকীয় ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।